শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ১৪ জনকে ১ লাখ ৮৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিতাস গ্যাস গাজীপুর অফিস ও গাজীপুর জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত এক মোবাইল কোর্টে বৃহস্পতিবার এই জরিমানা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুন্নাহার রিতার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
তিতাস গ্যাস গাজীপুর অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী নৃপেন্দ্রনাথ বিশ্বাস জানান, বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত গাজীপুরের শ্রীপুরের বৈরাগিরচালা এলাকায় অবৈধ গ্যাস বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনা করা হয় । এ সময় উক্ত এলাকার ১৪ জনকে ১ লাখ ৮৬ হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়া ৫ কিলোমিটার এলাকার এক হাজার বাড়ির ২ হাজার চুলার লাইন বিচ্ছিন্ন করা হয়। এসময় ১২০০শ মিটার পাইপলাইন উত্তোলন করা হয়।
তিতাস গ্যাস গাজীপুর অফিসের ব্যবস্থাপক নৃপেন্দ্রনাথ বিশ্বাস, উপ-ব্যবস্থাপক প্রকৌশলী আবু সুফিয়ান, মির্জা শাহনেওয়াজ লতিফ ও মোশারফ হোসেন, সহকারী ব্যবস্থাপক মোঃ আমজাদ হোসেন, সহকারী প্রকৌশলী কে এম ফয়সাল আহমেদ, উপসহকারী প্রকৌশলী সাবিনুর রহমান, সহকারি কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন চৌধুরী ও মোঃ মজিবুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।