প্রতিনিধি, শ্রীমঙ্গল : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আল খায়ের ফাউন্ডেশন বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধার নিদর্শনস্বরূপ উন্নতমানের কম্বল, উলের হাতমোজা ও টুপি বিতরণ করেছে।
শনিবার (৭ জানুয়ারি) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে আল খায়ের ফাউন্ডেশনের অর্থায়নে ৭২ জন বীর মুক্তিযোদ্ধার হাতে এসব শীতনিবারক সামগ্রী তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন, আল খায়ের বাংলাদেশ এর প্রতিনিধি হাবিব শাহরিয়ার, শ্রীমঙ্গল মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কুমুদ রঞ্জন দেব ও সাবেক ডেপুটি কমান্ডার মো. ছমরু মিয়া, বীর মুক্তিযোদ্ধা মো. ফুরকান উদ্দিন (বীর প্রতীক) শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক আহমাদ সেলিম, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহ সভাপতি মো. কাওছার ইকবাল, সাধারণ সম্পাদক মো. ইমাম হোসেন সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রকিব, কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমদ, দপ্তর সম্পাদক এম মুসলিম চৌধুরী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন প্রমুখ।
আল খায়ের ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিনিধি হাবিব শাহরিয়ার বলেন, ‘আল খায়ের ফাউন্ডেশন ইউকে ভিত্তিক একটি সংগঠন। বিশ্বের ৭০টি দেশে এই সংগঠন কাজ করে। শ্রীমঙ্গলে ইউএনও মহোদয়ের ব্যক্তিগত উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের পাশে সামান্য ভালোবাসা নিয়ে আমরা দাঁড়াতে পেরে আজ খুব ভালো লাগছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুন বলেন, আল খায়ের ফাউন্ডেশন ২০০ পরিবারের মধ্যে বিতরণের জন্য এসব উপহারসামগী দিয়েছে। আমরা পর্যায়ক্রমে এগুলো মুক্তিযোদ্ধা পরিবারের মধ্যে বিতরণ করব।