# সাঈদ খোকনের অর্থ আত্মসাৎ এর মামলা খারিজ
নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অর্থ আত্মসাৎ এর মামলা খারিজের পর গণমাধ্যমকে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
বুধবার (১৭ মে) বিকালে এক ভিডিও বার্তায় মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ‘এটি ছিল একটা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা। সেদিন আমি এর তীব্র প্রতিবাদ করেছিলাম। আজকে পিবিআই এর তদন্তের ভিত্তিতে আদালত এ মামলা খারিজ করে দিয়েছে। এর মধ্য দিয়ে ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন হয়েছে এ শহরের মানুষের কাছে, এ দেশের মানুষের কাছে।’
রাজধানীর ফুলবাড়িয়া সুপার মার্কেট-২ এ নকশাবহির্ভূত দোকান বরাদ্দে ৩৪ কোটি ৮৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনসহ সাতজনের বিরুদ্ধে। এ অভিযোগের সত্যতা পায়নি মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিবিআইয়ের দেওয়া প্রতিবেদন গ্রহণ করে আজ বুধবার (১৭ মে) দুপুরে মোহাম্মদ সাঈদ খোকনসহ আরও সাত জনের বিরুদ্ধে করা মামলা খারিজ করে দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী।