নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : সংবাদ প্রকাশের কারণে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সদস্য ও অনলাইন সংবাদ মাধ্যম বাংলা ট্রিবিউনের নিজস্ব প্রতিবেদক বাহাউদ্দিন আল ইমরানকে সাতক্ষীরায় ডেকে ব্যাখ্যা চাওয়া গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন উদ্বেগ প্রকাশ করে বলেছেন, একজন সাংবাদিক তার গোপন সূত্র থেকে তথ্য সংগ্রহ করে সংবাদ লিখেন৷ সেই সূত্র গোপন রাখাই সাংবাদিকতার প্রতিষ্ঠিত নীতি। সংবাদের সত্যতা নিয়ে প্রশ্ন থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিবাদলিপি পাঠাতে পারেন৷ কিন্তু একজন সাংবাদিককে তার সংবাদের বিষয়ে তদন্ত কমিটির সামনে ডাকার কোনো অধিকার কারো নেই৷ এভাবে সাংবাদিককে ডেকে ব্যাখ্যা চাওয়া আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত সাংবাদিকতার নীতি পরিপন্থী। একই সঙ্গে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৩৯ ধারার ২ উপধারা খ অনুচ্ছেদের পরিপন্থী।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে সাংবাদিক ইমরানকে গণশুনানিতে ডাকা পরোক্ষভাবে স্বাধীন সাংবাদিকতার বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক হুমকির শামিল ও নগ্ন হস্তক্ষেপ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ডিইউজের সদস্য সাংবাদিক বাহাউদ্দিন আল ইমরানকে হয়রানির চেষ্টা করা হলে সাংবাদিক সমাজ নীরব থাকবে না। সংবিধানের বিধান অনুযায়ী সংবাদক্ষেত্রের স্বাধীনতা রক্ষায় কোনো আপস করা হবে না।
উল্লেখ্য, গত ২৬ এপ্রিল ‘অবাধ্য হলে এখনো ক্রসফায়ারের হুমকি দেন নাজিম উদ্দিন’ শিরোনামে একটি সংবাদ বাংলাট্রিবিউনে প্রকাশিত হয়। সেই সংবাদের জেরে আগামী ৩০ মে বেলা ১১টায় সাতক্ষীরা সার্কিট হাউজে গণশুনানির আয়োজন করা হয়৷ উক্ত শুনানিতে সাংবাদিক বাহাউদ্দিন ইমরানকেও ডাকা হয়েছে।