300X70
শনিবার , ১৪ জানুয়ারি ২০২৩ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

সংবিধান সংশোধণ করে ক্ষমতার ভারসাম্য সৃষ্টি করা উচিৎ : মুজিবুল হক চুন্নু

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জানুয়ারি ১৪, ২০২৩ ৫:১৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, বাংলাদেশের সকল ক্ষমতা এক জনের হাতে। একজনের হাতে সকল ক্ষমতা থাকলে সে স্বৈরাচার হতে বাধ্য। ক্ষমতার ভারসাম্য জরুরি হয়ে পড়েছে। প্রয়োজনে সংবিধান সংশোধন করে ক্ষমতার ভারসাম্য সৃষ্টি করা উচিৎ। তিনি বলেন, সংবিধানের ৭০ ধারার কারণে সংসদ সদস্যদের মুখ বন্ধ হয়ে আছে।

আবার, যিনি ক্ষমতাসীন দলে প্রধান তিনিই প্রধানমন্ত্রী হিসেবে নির্বাহী বিভাগের প্রধান। আবার আইন সভার প্রধানও তিনি। সংবিধানের ৪৮ ধারার কারণে রাষ্ট্রপতি প্রায় সকল সিদ্ধান্তে প্রধানমন্ত্রীর পরামর্শ নিতে বাধ্য। তাই সাংবিধানিক ভাবেই সকল ক্ষমতা এক ব্যক্তির হাতে ন্যাস্ত হয়েছে।

আজ দুপুরে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত ঢাকা শেরাটন হোটেল মিলনায়তনে জাতীয় পার্টির নেতা-কর্মীদের সাথে “ক্ষমতা শক্তিশালী করণের উপর কৌশলগত এক পরিকল্পনা” কর্মশালায় জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি এ কথা বলেন।

জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান এমপির পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় মুজিবুল হক চুন্নু এমপি বলেন, দুর্ণীতি, দুঃশাসন, চাঁদাবাজী, টেন্ডারবাজী ও দলবাজীর কারণে দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপি’র ওপর অনাস্থা প্রকাশ করেছে। দেশের মানুষ আর আওয়ামী লীগ ও বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না। দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপির বিপরীতে বিকল্প শক্তি দেখতে চায়।

দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপির বিপরীতে জাতীয় পার্টিকে বিকল্প শক্তি হিসেবে দেখতে চায়। তাই জাতীয় পার্টিকে আরো শক্তিশালী সংগঠনে পরিণত করতে নেতা-কর্মীদের প্রতি আহবান জানান মুজিবুল হক চুন্নু এমপি। কর্মশালায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উপস্থিত ছিলেন চীফ অফ পার্টি ডানা আই গোল্ড, ড. মোঃ আব্দুল আলিম, গোলাম মোস্তফা, লিপিকা বিশ্বাস, সাম্মি লায়লা ইসলাম।

কর্মশালায় অংশগ্রহণ করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপি, রানা মোহাম্মদ সোহেল এমপি, এডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, নাজমা আক্তার এমপি, জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা ড.মেহে জেবুন্নেসা রহমান টুম্পা, হেনা খান পন্নী, নাজনীন সুলতানা, মাসরুর মওলা, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান খান, নিগার সুলতানা রানী, আহসান আদেলুর রহমান (আদেল) এমপি, ইকবাল হোসেন তাপস, এইচ এম শাহরিয়ার আসিফ,জসিম উদ্দিন ভূইয়া, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, রাহগীর আল মাহি সাদ এরশাদ, মোঃ বেলাল হোসেন, মোঃ হেলাল উদ্দিন, সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মাহমুদা রহমান মুন্নি, যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম, কেন্দ্রীয় সদস্য ফারহিন হাসান, ইলোরা চৌধুরী।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

কোভিড-১৯ টিকা নিলেন পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী

ইজারাদাররা গরু নিয়ে টানাটানি করলে কঠোর ব্যবস্থা : ডিএমপি কমিশনার

আমাকে বিব্রত করা হচ্ছে: ঐশ্বরিয়া

নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতে ৬০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ নিবে বার্জার

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের উন্নয়ন বিস্ময়: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

ব্র্যাক ব্যাংক ২০২২ সালে আমানত ও ঋণে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন অব্যাহত

বাংলাদেশ ডিজিটাল জরিপ মামলা মোকদ্দমা কমিয়ে জনগণের ভোগান্তি কমাবে : ভূমিমন্ত্রী

গণ পরিবহণ ও পশুর হাটে স্বাস্থ্যবিধি নিশ্চিত করুন : জিএম কাদের

জি মিউজিকের গানে আফরোজা ও ওয়ালিদের সঙ্গে ভারতের উদিত নারায়ণ

প্রকল্প বাস্তবায়নে ক্ষুদ্র ত্রুটি সব অর্জন ম্লান করে দেয় : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

ব্রেকিং নিউজ :