সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : সখীপুর উপজেলা প্রশাসন কর্তৃক সানবান্দা মৌলভীবাজার এলাকার বেদেপল্লীতে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বেদে পল্লীর অবহেলিত মানুষের মাঝে ঈদ উপহার পৌঁছে দেন সখীপুর উপজেলা নির্বাহি অফিসার ফারজানা আলম এবং সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা।
ঈদ উপহার পৌঁছে দেওয়ার সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এরশাদুল আলম, সাংবাদিক আমিনুল ইসলাম, সাংবাদিক সিরাজুস সালেকীন সিফাত সহ প্রমুখ। বেদে পল্লীতে বসবাসরত আন্না খাতুন ও কাপাসি বলেন ইউএনও স্যার আমাদের সবসময় সহযোগিতা করেন। আমাদের পাশে থাকেন।
বিভিন্ন সময় শীতবস্ত্র, ত্রাণ সামগ্রী, ঈদ উপহার আমাদের মাঝে এসে বিতরণ করেন। আমাদের কথা খেয়াল রাখবার জন্য ইউএনও স্যারকে ধন্যবাদ।