সোনারগাঁ প্রতিনিধি : সোনারগাঁ সনমান্দি ইউনিয়নের বায়তুল সালাত জামে মসজিদের ছাদ ঢালাই এর কাজের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ।
আজ ১৪ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৯ টায় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মসজিদ কমিটির কর্মকর্তারা এতে অংশ নেন। এর আগে মসজিদ কমিটির সভাপতি মোঃ আক্তার হোসেন ও এলাকাবাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জাহিদ হাসান জিন্নাহ’কে বরণ করে নেন। এরপর মসজিদের কাজের শুভ উদ্বোধন এর আগে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে মিলাদ ও বিশেষ মোনাজাত করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন সনমান্দি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জামাল হোসেন, আওয়ামী লীগ নেতা খোরশেদ মোল্লা সহ বিভিন্ন নেতাকর্মীরা উদ্বোধনের পর এলাকার লোকজনের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।