ওমর ফারুক রুবেল, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের আলমদি দক্ষিণপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ৬০ জন শিক্ষার্থীদের মাঝে নতুন জামা উপহার তুলে দেন সোনারগাঁয়ের স্বইচ্ছে মানব উন্নয়ন সংস্থা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জাহিদ হাসান জিন্নাহ্।
শুক্রবার (৮ অক্টোবর) সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের আলমদি দক্ষিণপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ৬০ জন শিক্ষার্থীদের মাঝে এ নতুন জামা উপহার তুলে দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় স্বাস্থ্য ও জনসংখ্যা উপ-কমিটির সদস্য,বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের সাংগঠনিক সম্পাদক ও সোনারগাঁ উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি,সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জাহিদ হাসান জিন্নাহ্।
এ সময় আরো উপস্থিত ছিলেন স্বইচ্ছে মানব উন্নয়ন সংস্থার সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক রিজভী, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ সোহান মোল্লা,মাসুদ রানা অত্র ইউনিয়নের বিভিন্ন নেতাকর্মীরা।