প্রতিনিধি, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার সনমান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভোটারদের কাছে জানান দিচ্ছেন উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি নজরুল ইসলাম। তিনি সনমান্দী ইউনিয়নের মরহুম আমিনুল ইসলাম আমানের ছোট ভাই। দীর্ঘদিন ধরে তিনি রাজনীতির সাথে জড়িত থেকে এলাকার হত-দরিদ্র জনগণকে বিভিন্ন সাহায্য সহযোগিতা করা ছাড়াও নানা উন্নয়ন কর্মকাণ্ড করে সকলের মন জয় করছেন।
শনিবার বিকেলে সম্ভাব্য এ চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম সনমান্দী ইউনিয়নের ২নং ওয়ার্ডের হরিহরদি বাজারে নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক বাচ্চু সরকার, সোনারগাঁও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি কামাল মাস্টার, সোনারগাঁও উপজেলা যুবলীগ নেতা মীর সুজন মাহমুদ, মুক্তিযোদ্ধা সন্তান সিরাজুল ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ২নং ওয়ার্ড আওয়ামী লীগ, নাসির উদ্দিন সভাপতি ২নং ওয়ার্ড আওয়ামী যুবলীগ, ফজলুল হক, আল আমিন সোনারগাঁও উপজেলা যুবলীগ, হযরত আলী যুগ্ন সাধারণ সম্পাদক ইউপি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, শরিফ সোনারগাঁও উপজেলা ছাত্রলীগ, রাকিবুল ইসলাম সিয়াম সভাপতি পদ প্রার্থী ইউপি ছাত্রলীগ, শাহীন ইউপি ছাত্রলীগ, হাসানুল ইসলাম শপথ ইউপি ছাত্রলীগ, জাহাঙ্গীর সিনিয়র সহ-সভাপতি ৩নং ওয়ার্ড আওয়ামী যুবলীগ, গাফফার, মামুন, শাকিল, গিয়াসউদ্দিন, আফাজ উদ্দিন মাতাব্বর, আফন, ওমরসহ অত্র ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।