সংবাদদাতা, চট্টগ্রাম: কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে চট্টগ্রাম-সন্দ্বীপ নৌরুটে অন্তত ১৭ যাত্রী নিয়ে একটি স্পিডবোট ডুবে গেছে।
আজ বুধবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ১০ বছর বয়সী এক শিশুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ৫ থেকে ৬ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। তবে নিখোঁজের প্রকৃত সংখ্যা এখনো নিশ্চিত করতে পারেনি প্রশাসন।
সন্দ্বীপের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট খীসা বলেন, তিনি নৌঘাটে আছেন। এক শিশুর মৃত্যু হয়েছে। তিন শিশু এখনো নিখোঁজ রয়েছে। নিখোঁজের প্রকৃত সংখ্যাটা জানাতে আরেকটু সময় লাগবে বলে জানান তিনি।
প্রসঙ্গত, ২০১৭ সালের ২ এপ্রিল একই ঘাটে লাল বোট ডুবে প্রাণ হারায় ১৮ জন।