বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৫তম ব্যাচের নতুন কমিটি
ডেস্ক নিউজ: বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৫তম ব্যাচের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন গাজীপুরের কাপাসিয়ার সহকারী কমিশনার (ভূমি) তানভীর ফরহাদ শামীম ও সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে এলাহী।
বিসিএস প্রশাসন ক্যাডার ৩৫তম ব্যাচের কর্মকর্তাদের নিয়ে গঠিত ‘বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন, ৩৫তম ব্যাচ’প্রথম সাধারণ নির্বাচনে অনলাইন ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে কোষাধ্যক্ষ পদে জয়ী হয়েছেন মো. জাকির হোসেন।
পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনার পুরো নির্বাচন প্রক্রিয়ার সমন্বয় ও তদারকিতে ছিলেন। নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ এই তিনটি পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বীতা করেন। নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত ৩২১ জন ভোটারের মধ্যে অনলাইন পদ্ধতিতে দেশের বিভিন্ন প্রান্ত এবং উচ্চ শিক্ষার উদ্দেশ্যে বিদেশে অবস্থানরত মোট ৩২০ জন ভোটার তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দেন। নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা পাঁচজন ভোট দেননি। নির্বাচনে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়।
নতুন কমিটির সভাপতি তানভীর ফরহাদ শামীম সর্বোচ্চ ১১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়াশুনা করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অরুণকৃষ্ণ পাল পেয়েছেন ১১২ ভোট আর তরিকুল ইসলাম পেয়েছেন ৯৪ ভোট। সাধারণ সম্পাদক ফজলে এলাহী পেয়েছেন ১১৭ ভোট। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড ফিজিক্স, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশুনা করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মামনুন আহমেদ অনীক পেয়েছেন ১০৭ ভোট, সুমিত সাহা পেয়েছেন ৫০ ভোট আর গোলাম মুস্তফা মুন্না পেয়েছেন ৪৬ ভোট। কোষাধ্যক্ষ পদে জাকির হোসেন ১৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহনাজ হোসেন ফারিবা পেয়েছেন ১৩১ ভোট। জাকির হোসেন ফেনীর সোনাগাজী উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্বে আছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে পড়াশুনা করেছেন।
নির্বাচিত কমিটি দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে। শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি তানভীর ফরহাদ শামীম।
আগামী ২৫ ডিসেম্বর নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে।