- সুন্দরগঞ্জ দোকান মালিক সমিতির ত্রি-বাষিক নির্বাচন
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা : গাইবান্ধার সুন্দরগঞ্জ বাজার দোকান মালিক সমিতির ত্রি-বাষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। গত শনিবার সকাল ৯টা হতে একটানা বিকাল ৩টা পর্যন্ত ভোট গ্রহন চলে এবং রাত ৯টার সময় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটানিং অফিসার।
এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান মিজান, সহ-সভাপতি আলাউদ্দিন মজুমদার শাহিন, সাধারন সম্পাদক এস এম নাহিদ আলম লেলিন, কোষাধ্যক্ষ রওশন আলম, কার্যকরী সদস্য এরশাদুল হক, মনজুরুল ইসলাম, দিলিপ চন্দ্র সরকার, গোলাম শাহরিয়ার, জিয়াউর রহমান, মঞ্জু মিয়া, সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম। সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি ডিগ্রী কলেজে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে ১২টি পদের বিপরীতে ২৬ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন। মোট ভোট সংখ্যা ছিল ৪৯৫ জন। ভোট প্রয়োগ করেছেন ৪৮৪ জন ভোটার। অত্যন্ত মনোরম এবং সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহার করা হয়েছে।