মেহেরপুর প্রতিনিধি : জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, একটি দেশের উন্নয়নে প্রাণিসম্পদের ভূমিকা অপরিসীম। তাই সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রাণিসম্পদের ওপর গুরুত্ব দিতে হবে।
আজ মেহেরপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত ‘প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৪’-এর পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী একথা বলেন।
মন্ত্রী বলেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এই উন্নয়নের গতিধারা অব্যাহত রাখতে প্রতিটি খাতের ভূমিকা রয়েছে। অন্যান্য খাতের পাশাপাশি প্রাণিসম্পদ খাতের গুরুত্বও অপরিসীম। তাই, এই খাতের উন্নয়নে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করতে হবে।
মেহেরপুরের সদরের উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ শামীম হাসান, পুলিশ সুপার এস. এম. নাজমুল হক, জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোঃ হারিছুল আবিদ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।