নিজস্ব প্রতিবেদক, মেহেরপুর : জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমাদের সন্তানদের সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে।
গতকাল মেহেরপুরে সুবিদপুর মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধনকালে প্রতিমন্ত্রী একথা বলেন। তিনি বলেন, বর্তমানে যারা শিক্ষার্থী তারাই হবে ভবিষ্যতের দেশ গড়ার কারিগর। তাই তাদের প্রতি আমাদের বিশেষ মনোযোগ দিতে হবে, যেন তারা ভবিষ্যতে এ দেশকে নেতৃত্ব দিতে পারে। এজন্য শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরকেও সচেতন থাকতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আরো বলেন, আমাদের লক্ষ্য মেহেরপুরকে একটি মডেল জেলায় পরিণত করা। এই লক্ষ্য অর্জনের জন্য এই অঞ্চলের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সুবিদপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দুল কাদির ও বীর মুক্তিযোদ্ধা এম এ হালিম বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।