নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক স্কুলে (১ম থেকে ৯ম শ্রেণি পর্যন্ত) ২০২৩ শিক্ষাবর্ষে ভর্তির জন্য লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া সোমবার ও মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের লটারি প্রক্রিয়া সোমবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। অপরদিকে, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় (মহানগরী ও জেলার সদর উপজেলা পর্যায়) এর লটারি প্রক্রিয়া একই স্থানে মঙ্গলবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।
গত ৫ ডিসেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপপরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ আজিজ উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়। এর আগের দুই শিক্ষাবর্ষের (২০২১ ও ২০২২) মতো একই পদ্ধতিতে এসব শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। সারা দেশে ২ হাজার ৯৬১টি বেসরকারি স্কুলে আসন রয়েছে ৯ লাখ ৪০ হাজার ৮৭৬, আর সরকারি ৪০৫টি স্কুলে আসন রয়েছে ৮০ হাজার ৯১টি।