নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য লংকাউই ইন্টারন্যাশনাল মেরিটাইম এন্ড এরোস্পেস এক্সিবিশান-২০২৩ এ অংশগ্রহণের উদ্দেশ্যে নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল আজ রবিবার (২১ মে) মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। এসময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) এবং কমান্ডার ঢাকা নৌ অঞ্চল আনুষ্ঠানিকভাবে নৌপ্রধানকে বিদায় জানান।
সফরকালে নৌপ্রধান মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য লংকাউই ইন্টারন্যাশনাল মেরিটাইম এন্ড এরোস্পেস এক্সিবিশান-২০২৩ এর ফ্লিট রিভিউ এ অংশগ্রহণ করবেন। পাশাপাশি তিনি অংশগ্রহণকারী দেশের নৌপ্রধানদের সমন্বয়ে গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করবেন এবং তাদের সাথে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।
এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিট কমান্ডার এবং মালয়েশিয়া রাজকীয় নৌবাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাত করবেন। পরে তিনি বিভিন্ন দেশের নৌ প্রতিনিধি ও সামরিক উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন এবং বিভিন্ন দেশের অংশগ্রহণে International Maritime Cultural অনুষ্ঠানে যোগ দেবেন।
উল্লেখ্য, উক্ত মহড়ায় বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনীর জাহাজ, যুদ্ধবিমান এবং সামরিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করছেন। সফর শেষে নৌপ্রধান আগামী ২৭ মে ২০২৩ দেশে ফিরবেন।