বাঙলা প্রতিদিন ডেস্ক : পেশাগত দায়িত্বপালনের সময় সাংবাদিকদের উপর হামলায় নিন্দা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, সত্য প্রকাশ করতে গিয়ে সাংবাদিকরা বিএনপির রোষানলে পড়েছে।
গতকাল বিএনপির সমাবেশে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ৩০ জন সাংবাদিক আহত হয়েছে। আমরা গণমাধ্যমের কণ্ঠরোধের এই ঘটনার তীব্র নিন্দা জানাই।
রোববার (২৯অক্টোবর) বিকেল পাঁচটায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব বলেন।
ওবায়দুল কাদের বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে যা ভেবেছিলাম সেটাই করেছে বিএনপি।
একজন পুলিশকে হত্যার পরে লাশের ওপরে তারা আবারও হামলা করে। তারা বিচারপতির বাসভবনে হামলা করেছে, হাসপাতালে অগ্নিসংযোগ করেছে। সবই ছিল তারেক রহমানের ‘টেক ব্যাক বাংলাদেশ’র শুরু।
তিনি বলেন, বিএনপি রাজনৈতিক পরিবেশ বিনষ্ট করছে।
২১ শে আগস্টের গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড তারেক রহমান ধীরে ধীরে বিএনপিকে আরও বড় সন্ত্রাসী সংগঠনে পরিণত করছে।
গত দুইদিনে আন্দোলনের নামে বিএনপি কী করে নাই? তারা সবই করেছে। দেশের মানুষ দেখতে পেরেছে।