আর এন শ্যামা, নান্দাইল (ময়মনসিংহ) : ভারতের বেঙ্গল এডুকেশন ডেভলপমেন্ট ফাউন্ডেশন আগামী ১৫ই মে কলকাতা সায়েন্স সিটি অডিটরিয়ামে ভারতের রাজ্য সম্মেলন ও “ভারত-বাংলাদেশ মৈত্রী উৎসব-২০২২” অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে স্ব-স্ব ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ ও ভারতের গুনী-ব্যক্তিদের উক্ত অনুষ্ঠানে “ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ এ্যাওয়ার্ড-২০২২ প্রদান করা হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী, বিচারক, সচিব, বিধায়ক, উপাচার্য ও দুই বাংলার দেশ বরেণ্য শিক্ষাবিদ, কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন পেশার বাংলাদেশ থেকে ৭ জনকে মনোনিত করা হয়েছে।
এর মাঝে সাংবাদিকতা ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সাংবাদিক সমিতি (বাসাস) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বৃহত্তর ময়মনসিংহের সিনিয়র সাংবাদিক মোহাম্মদ এনামুল হক বাবুলকে মনোনিত করা হয়েছে।
বেঙ্গল এডুকেশন ডেভলপমেন্ট ফাউন্ডেশনের রাজ্য সভাপতি আমিনুল ইসলাম, বাংলাদেশের প্রোগ্রাম কো-অর্ডিনেটর এম গোলাম ফারুক বিষয়টি মো. এনামুল হক বাবুলকে পত্র যোগে অবহিত করেছেন।
উল্লেখ্য, ১৯৭৯ইং সন থেকে সাংবাদিকতা পেশায় জড়িত হয় মো. এনামুল হক বাবুল। তিনি বাংলাদেশে ২৫টির মত পদক ও সম্মাননা পেয়েছেন।