নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন :
উত্তরাঞ্চলের কৃতি সন্তান, কালজয়ী ছড়াকার ও সাংবাদিক রফিকুল হক দাদু ভাইয়ের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২২ অক্টোবর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এর স্বাধীনতা হলে আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরাম, ঢাকার সিনিয়র সহসভাপতি ও দৈনিক বর্তমানের নিবাহী সম্পাদক নজমূল হক সরকার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
বিশেষ অতিথি ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, স্মরণ সভা নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরাম, ঢাকার সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন রংপুর বিভাগ সাংবাদিক সমিতি আরডিজেএ- এর সভাপতি মাকছুদার রহমান মাকসুদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাবেক সভাপতি মুফদি আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মতলু মল্লিক, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অমিয় ঘটক পুলক, লালমনিরহাট সাংবাদিক সমিতি ঢাকার সভাপতি ছামছুল হক বসুনিয়া, নথ বেঙ্গল জানালিস্ট ফোরামের সাবেক সাধারণ সম্পাদক খায়রুজ্জামান কামাল,