নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : সাউথইস্ট ব্যাংক লিমিটেডের “অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২২” ডিজিটাল প্ল্যাটফমের্র মাধ্যমে অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব ও সকল শহীদের স্মরণে ও শ্রদ্ধায় শোকাবহ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সাউথইস্ট ব্যাংক লিমিটেডের উদ্যোগে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপরে ভার্চুয়ালি আলোচনা সভা ও দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। অতঃপর ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া এবং মুনাজাত পরিচালনা করা হয়।
সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. কামাল হোসেন উক্ত সম্মেলনটি সভাপতিত্ব করেন।
সভায় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকদ্বয়, ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহীবৃন্দ উপস্থতি ছলিনে। এছাড়াও সাউথইস্ট ব্যাংকের আঞ্চলিক অফিসের ইনচার্জবৃন্দ, সকল শাখা ও উপশাখার প্রধানগণ আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন। সভায় ব্যাংকের অর্ধবার্ষিকী সম্মেলনে ব্যাংকের পারফর্মেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং ব্যাংকের অর্ধ-বার্ষিক অর্জিত সাফল্যে সন্তোষ প্রকাশ করা হয়।