স্পোর্টস ডেস্ক: পারিবারিক কারণে নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নিয়েছেন সাকিব আল হাসান। তাঁর জায়গায় এই সফরের জন্য ডাক পেয়েছেন প্রথম শ্রেণির ক্রিকেটে দারুণ সময় পার করা ফজলে মাহমুদ রাব্বি।
আজ বুধবার সংবাদ বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন এই টপ অর্ডার ব্যারটসম্যান। তবে আন্তর্জাতিক ক্রিকেটে আগেও খেলার অভিজ্ঞতা আছে তাঁর। ২০১৮ সালে দুটি ওয়ানডে ম্যাচে খেলেছিলেন তিনি। তবে রঙিন পোশাকে অভিষেক ভালো হয়নি। দুই ম্যাচেই আউট হয়েছেন শূন্যতে।
গত মাসে শেষ হওয়া জাতীয় ক্রিকেট লিগে দারুণ খেলেছেন ফজলে রাব্বি। ৬ ম্যাচে ১১ ইনিংসে ৬০.৩০ গড়ে ৬০৩ রান করেন তিনি। সেই পুরস্কার হিসেবেই এবার টেস্ট দলে সুযোগ হয়ে গেল তাঁর।
পাকিস্তান সিরিজ শেষে বিশ্রাম নেওয়ার সুযোগ নেই বাংলাদেশ দলের। আজ দিবাগত রাত ১টায় নিউজিল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা মুমিনুল হকের দলের।
সূচি অনুযায়ী, দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ডে যাবে বাংলাদেশ দল। নতুন বছরের প্রথম দিন থেকেই শুরু হবে দুদলের লড়াই।
২০২২ সালের ১ জানুয়ারি থেকে শুরু হবে প্রথম টেস্ট। প্রথম ম্যাচটি হবে মাউন্ট মঙ্গানুইতে। এরপর ৯ জানুয়ারি থেকে দ্বিতীয় টেস্ট। সেটি হবে ক্রাইস্টচার্চে। টেস্ট সিরিজের দুটি ম্যাচই টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
বাংলাদেশ দল : মুমিনুল হক, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, ফজলে মাহমুদ রাব্বি, লিটন দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহি, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, শহীদুল ইসলাম, মাহমুদুল হাসান জয় ও মোহাম্মদ নাঈম।