300X70
বুধবার , ৯ মার্চ ২০২২ | ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

সাকিব ইস্যুতে যা বললেন জালাল ইউনুস

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মার্চ ৯, ২০২২ ১০:৪৪ পূর্বাহ্ণ

স্পোর্টস ডেস্ক: সাকিব আল হাসান দক্ষিণ আফ্রিকা সিরিজে ওয়ানডে খেলার জন্য পুরোপুরি ফিট না, রবিবার দেশ ছাড়ায় সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সেকথা জানিয়েছিলেন নিজেই। বলেছিলেন, ‘শারীরিক ও মানসিক দুইদিক থেকেই আসন্ন সিরিজের জন্য তিনি ফিট নন।’

এরপরই দেশজুড়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। দিন না ঘুরতেই সাকিবের দিকে পাল্টা অভিযোগের তীর ছুড়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনও। তবে এবার একটা সিদ্ধান্তে আসতে চায় বিসিবি। কারণ, সিদ্ধান্তে না আসলে দল গঠনে সমস্যার সৃষ্টি হয়। দেখা গেলো, সাকিব না থাকলে তার বদলি একজন খেললো, আবার পরের সিরিজে সে (সাকিব) ফিরলে ওই খেলোয়াড়টিকে বাদ দিতে হচ্ছে। এ সমস্যাটির সমাধান চাচ্ছে বোর্ড।

এ বিষয়ে মঙ্গলবার (৮ মার্চ) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘আমাদের একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। হ্যাঁ অথবা না, যেন আমরা পরিকল্পনা করতে পারি। একজন না খেললে কিন্তু বিকল্প রাখতে হচ্ছে। যেমন, আপনি না খেলায় বিকল্প একজনকে দলে নিলাম। দেখা যাচ্ছে সে ভালো করছে। আবার আপনি ফিরলে তাকে সরিয়ে দিতে হচ্ছে।’
সাকিব এখন সব ফরম্যাটে খেলতে চান না। যদিও আগেরবার কেন্দ্রীয় চুক্তি করার সময় সব ফরম্যাটে খেলবেন বলেই স্বাক্ষর করেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। এ নিয়ে জালাল ইউনুস বলেন, ‘আমরা তো সাকিবের সঙ্গে কথা বলেই কেন্দ্রীয় চুক্তি করেছিলাম। ও বলেছে সব ফরম্যাটে খেলবে। কিন্তু এখন সেখান থেকে সরে আসছে সে। এতে নতুন খেলোয়াড় এবং তাদের নিয়ে কোচ ও নির্বাচকদের সমস্যা হয়।’

 

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :