সংবাদদাতা, চট্টগ্রাম: চট্টগ্রামের সাগরিকায় একটি তেল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সাগরিকা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পাশে জেসমিন ভেজিটেবল তেল কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক জানান, সকাল সাড়ে ১০টার দিকে সাগরিকা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পাশে জেসমিন ভেজিটেবল তেল কারখানায় আগুন লাগে।
খবর পেয়ে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সাভিসের চারটি ইউনিট। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।