সংবাদদাতা, রাজবাড়ী : রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী পৌরসভার জেলা বাস মালিক সমিতির সামেন থ্রিহুইলার মাহেন্দ্র উল্টে আজিজুল ও মতিয়ার রহমান নামে দুই যাত্রী নিহত হয়েছে। নিহতরা কুষ্টিয়া জেলার শৈলকুপা উপজেলার নতুন দোহার এবং ডাউটিয়া গ্রামের বাসিন্দা। আজ বৃহস্পতিার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দৌলতদিয়া ফেরিঘাট থেকে পাংশাগামী দ্রুতগতির মাহেন্দ্র বড়পুল এলাকায় রাজবাড়ী জেলা বাস মালিক সমিতির অফিসের সামনে উল্টে যায়। এতে দুজন গুরুতর আহত হয়। আহতদের রাজবাড়ী সদর হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
রাজবাড়ীর সদর থানার ডিউটি অফিসার মাহেন্দ্র উল্টে দুজনের মৃত্যু নিশ্চিত করেছেন। নিহদের মরদেহ রাজবাড়ীর মর্গে রাখা হয়েছে।