প্রতিনিধি, সাদুল্লাপুর:
গাইবান্ধা জেলার সাদুল্লাপুরের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রোকসানা বেগমকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সেই সাথে নবাগত ইউএনও মোছাঃ রোকসানা বেগমের কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নবী নেওয়াজ। এছাড়া রোববার (৮ আগষ্ট) কুড়িগ্রামে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন নবীনেওয়াজ।
এদিকে, বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কুড়িগ্রামে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন পাওয়া নবীনেওয়াজকে তার কর্মস্থল কুড়িগ্রামে পৌঁছে দেওয়ার এক বিরল ঘটনা ঘটেছে। তাকে সাদুল্লাপুর উপজেলা থেকে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে যাওয়ার পথের সঙ্গীর মধ্যে ছিলেন সাদুল্লাপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহারিয়ার খান বিপ্লব, সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা, ৩নং দামোদরপুর ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা স্বাধীন ইসলাম, সাদুল্লাপুর প্রেসক্লাবের সাংবাদিকরা, রাজনীতিবিদ, ছাত্রনেতা, বিভিন্ন সংগঠনের সদস্যরা।
পরে কুড়িগ্রামের জেলা প্রশাসক রেজাউল করিম তার কার্যালয়ের কনফারেন্স রুমে নবী নেওয়াজকে বরণ করে সাদুল্লাপুরবাসির সঙ্গে একটি বিনিময় করেন। মত বিনিময়কালে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহারিয়া খান বিপ্লব, কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক নবী নেওয়াজ, সাদুল্লাপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান সোহেল।