আনােয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের আনােয়ারায় বিষাক্ত সাপের কামড়ে পারভীন আক্তার (৫০) নামে এক সাবেক মহিলা ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। নিহত পারভীন আক্তার স্থানীয় মােরশেদুল আলমের স্ত্রী। তার ৪ জন ছেলে সন্তান রয়েছে।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হাইলধর ইউনিয়নের দক্ষিণ হাইলধর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, পারভীন আক্তার ঘরের আলমারি থেকে কাপড় বের করার সময় আলমারির ড্রয়ারের ভেতর থেকে বিষাক্ত সাপ তার পায়ে কামড় দেয়। পরে স্বজনরা আনােয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘােষণা করেন।
আনােয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মেজবাহ উস সালেহিন বলেন, সাপে কাটা পারভীন আক্তার নামে এক মহিলাকে হাসপাতালে আনা হয়। ইসিজি পরীক্ষা করে দেখা যায় তার মৃত্যু হয়েছে। আমরা। লাশটাকে পরিবারের কাছে হস্তান্তর করেছি।