স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে সিরিজের তৃতীয় ওয়ানডেতে আগে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাসের ব্যাটে সাবধানী শুরু করেছে বাংলাদেশ।
যদিও ম্যাচের দ্বিতীয় বলেই এলবিডব্লিউর ফাঁদে পড়তে পারতেন তামিম ইকবাল। কিন্তু, তখন রিভিউ নেয়নি আফগানেরা। এরপর তৃতীয় ওভারে লিটন দাসের বিপক্ষে রিভিউ নেয় তারা। ফারুকির প্যাডে থাকা ফুল লেংথ ডেলভারিতে ফ্লিক করার চেষ্টায় ব্যর্থ হন লিটন। এরপর স্ক্রিনে বল-ব্যাটে পরিষ্কার ব্যবধান দেখা গেলেও স্নিকো মিটারে মৃদু স্পাইক দেখে নট আউটই দেন আম্পায়ার। ফলে রিভিউ হারায় আফগানিস্তান। বেঁচে যান তখন দুই রানে ব্যাট করতে থাকা লিটন।
সিরিজের প্রথম ম্যাচে প্রতিপক্ষের রান তাড়া করতে নেমে ৪৫ রানে ৬ উইকেট পতনের পর শেষ পর্যন্ত অবিস্মরণীয় জয় তুলে নেয় তামিমরা। ম্যাচ জেতে ৪ উইকেটে। এরপর দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানকে ৮৮ রানে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করে টাইগাররা। এবার আফগানদের হোয়াইটওয়াশ করার দ্বারপ্রান্তে বাংলাদেশ।
বাংলাদেশ এর আগে ১৫টি সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছে। এবার আফগানদের হারাতে পারলে সে সংখ্যা যাবে ১৬-তে। আফগানিস্তানের বিপক্ষে ২০১৬ সালে একটিই দ্বিপক্ষীয় সিরিজ খেলেছিল। সেটি ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। এবার ৩-০-এর হাতছানি বাংলাদেশের সামনে।
সিরিজটি সুপার লিগের অংশ হওয়ায়, দ্বিপক্ষীয় সিরিজের প্রতিটি পয়েন্টই গুরুত্বপূর্ণ। এরই মধ্যে ১০০ পয়েন্ট নিয়ে আইসিসি সুপার লিগের শীর্ষস্থান দখল করে নেয় টাইগারেরা। তবে এখনও স্বস্তিতে নেই বাংলাদেশ। কারণ সামনে বেশ কিছু কঠিন সিরিজ রয়েছে। অবশ্য ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার পথে অনেকটাই এগিয়ে গেছে টাইগারেরা। তবে পরের সিরিজগুলোতে হারলে সমস্যায় পড়তে পারে বাংলাদেশ।
এ ছাড়া তৃতীয় ম্যাচ জিতলে পাকিস্তানকে টপকে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে জায়গা করে নেবে বাংলাদেশ।