নিজস্ব প্রতিবেদক : সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট কবি কাজী রোজী’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি।
মন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় পরিবেশমন্ত্রী বলেন, কাজী রোজী দেশের একজন স্বনামধন্য কবি ও গীতিকার ছিলেন। একজন কবি হিসেবে কবিতায় তাঁর বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও একুশে পদকে ভূষিত হয়েছিলেন। একজন জাতীয় সংসদ সদস্য ও সাবেক সরকারি কর্মকর্তা হিসেবে তিনি আজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তাঁর মৃত্যু মুক্তিযুদ্ধের পক্ষের রাজনীতি ও বাংলা সাহিত্য জগতের জন্য এক অপূরনীয় ক্ষতি।
উল্লেখ্য, কাজী রোজী দুরারোগ্য ক্যান্সার, করোনাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। শনিবার, ১৯ ফেব্রুয়ারি দিবাগত রাত ২টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।