নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, এবারের বাজেট সামাজিক নিরাপত্তায় সহায়ক হবে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দিকে লক্ষ্য রেখে বাজেট পেশ করা হয়েছে।
তিনি বলেন, করোনার অভিঘাত ও বিশ্বমন্দার যে অভিঘাত হয়েছে, তা থেকে কাটিয়ে উঠার বাজেট ঘোষণা হয়েছে। এ বাজেটের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট নগরায়ন এবং উত্তরোত্তর বৃদ্ধির জন্য কৃষি, খাদ্য, নতুন কর্মসংস্থান সৃজন, প্রান্তিক জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তার আওতায় আনা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং ভর্তুকির চাপ সামাল দেওয়াসহ শিক্ষা ও স্বাস্থ্য খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। পরে আ ফ ম বাহাউদ্দিন নাছিম এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
নাছিম আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী ইশতেহারের মাধ্যমে যে ওয়াদা করেছিলেন, এই বাজেট সেই ওয়াদা বাস্তবায়নের অংশ।
উন্নয়নের ধারাবাহিকতায় এবং স্মার্ট বাংলাদেশ প্রত্যাবর্তনের লক্ষ্য নিয়ে প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেট ঘোষণা করেছে আওয়ামী লীগ সরকার। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সাল থেকে ২০২৩ পর্যন্ত মোট ২৪বার বাজেট উত্থাপন করেছে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল আওয়ামী লীগ।
১৯৭২ সালের ৩০ জুন বঙ্গবন্ধু নেতৃত্বাধীন সরকারের ৭৮৬ কোটি টাকার প্রথম বাজেট ঘোষণা করেন তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদ। শেখ হাসিনা নেতৃত্বের সরকার (টানা ১৫ বার) ২০২৩ সালে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।