প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুরের সালথায় এক মুক্তিযোদ্ধাকে গালিগালাজ ও লাঠিপেটার অভিযোগে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জিন্নাহকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সসমাবেশ করেছেন মুক্তিযোদ্ধারা।
শনিবার (৯ জানুয়ারি) দুপুরে সালথা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানান হয়।
সমাবেশে বক্তব্য রাখেন সাবেক উপজেলা কমান্ডার আবুল কালাম আজাদ, ডেপুটি কমান্ডার শাহদাৎ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক, আতিকুর রহমান, রতন মাতুব্বর, জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সদস্যসচিব কাজী এরশাদ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমিটির সভাপতি মাহাবুব হোসেন প্রমুখ।