নিজস্ব প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি শেয়ারের দাম বেড়েছে সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের। এর মাধ্যমে কোম্পানিটির শেয়ার সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসইর সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষে সালভো কেমিক্যালের শেয়ারের ক্লোজিং দাম ছিল ১৩ টাকা। বিদায়ী সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দাম বেড়ে দাঁড়ায় ১৭.৮০ টাকায়। ফলে সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৪.৮০ টাকা বা ৩৬.৯২ শতাংশ।
ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের ৩৫.২০ শতাংশ, নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্সের ৩৩.১৯ শতাংশ, এবি ব্যাংকের ৩০.৮৩ শতাংশ, আমান ফিডের ৩০.৬৩ শতাংশ, এনআরবিসি ব্যাংকের ২৯.৬৪ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ২৯.৬৩ শতাংশ, জিএসপি ফাইন্যান্স কোম্পানির ২৯.৩৮ শতাংশ, রিলায়েন্স ইন্স্যুরেন্সের ২৭.৩৬ শতাংশ ও আমান কটন ফাইবার্সের ২৫.৮৫ শতাংশ শেয়ারের দাম বেড়েছে।