অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : বলিউড সুপারস্টার সালমান খানের মালিকানাধীন পোশাকের ব্র্যান্ড ‘বিয়িং হিউম্যান ক্লোথিংয়ের’ তৃতীয় আউটলেট চালু হয়েছে চট্টগ্রামে। গত রোববার চট্টগ্রামের খুলশিতে জাকির হোসেন রোডের রহিম প্লাজা দে সিপিডিএল-এর লেবেল-২ এ আউটলেটটির উদ্বোধন করা হয়।
রাফসান দ্যা ছোট ভাই নামে পরিচিত জনপ্রিয় ইউটিউবার ইফতেখার রাফসান আউটলেটটির উদ্বোধন শেষে বলেন, এটি আমাদের জন্য অনেক আনন্দের। জনপ্রিয় ব্র্যান্ডটির নান্দনিক পোশাকগুলো চট্টগ্রামবাসী হাতের নাগালে পেয়ে যাবেন।
জনপ্রিয় এই পোশাক ব্র্যান্ডটির ফ্র্যাঞ্চাইজি নিয়েছেন ক্রিমসনকাপ বাংলাদেশের কো-ওনার রেহান রহমান এবং মোহাইমিন মোস্তফা। গত বছর ১৪ সেপ্টেম্বর বনানীতে প্রথম আউটলেট চালুর মধ্য দিয়ে বাংলাদেশে যাত্রা করেছিল ব্র্যান্ড ‘বিয়িং হিউম্যান ক্লোথিং’। এটি উদ্বোধন করেছিলেন সালমান খানের ছোট ভাই জনপ্রিয় বলিউড অভিনেতা সোহেল খান। এরপর গত ৭ এপ্রিল শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে ১৬ নম্বর রোডের (পুরান-২৭) ৩৬ নম্বর বাড়িতে দ্বিতীয় আউটলেটটির উদ্বোধন করেন তাদের মেঝ ভাই জনপ্রিয় আরেক বলিউড অভিনেতা আরবাজ খান।
উদ্বোধন উপলক্ষে চট্টগ্রামের আউটলেটের প্রথম ২৫ জন ক্রেতাকে সালমান খানের সাইন করা ক্যাপ উপহার দেয়া হয়।