মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে মন্দির পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেছেন সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের (সাভার) জেওসি মেজর জেনারেল মো. মইন খান।
সোমবার (১২ আগস্ট) দুপুরের দিকে সিংগাইর উপজেলার জয়মন্টপের নাজিরপুর এলাকার শ্রী শ্রী রাধা গোবিন্দর জিওর আখড়া পরিদর্শন শেষে সনাতন ধর্মবলম্বীদের সাথে মতবিনিময় করেন তিনি।
জেওসি মেজর জেনারেল মো. মইন খান বলেন, “কোন ভয়ভীতি নাই, যদি কেউ ভয়ভীতি দেখায় আমাদের জানাবেন। আপনাদের শান্তি বজায় রাখতে সেনাবাহিনী ও পুলিশ কাজ করবে। আপনারা যেন সুন্দরভাবে সংসার ও ব্যবসা করতে পারেন সেটা নিশ্চিত করা হবে।”
তিনি আরো বলেন, নিজেদের মধ্যে সম্প্রীতি বজায় রাখা হল সবচেয়ে বড় কথা। আইনশৃঙ্খলা রক্ষায় সাহায্য করতে এলাকায় ছোট ছোট দল করে পাহারা দিবেন। কোন সমস্যা হলে আমাদের সেনাবাহিনীর সদস্যদের জানাবেন তারা মুহূর্তের মধ্যে চলে আসবে।
এসময় উপস্থিত ছিলেন বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লা, মানিকগঞ্জের জেলা প্রশাসক রেহেনা আকতার, পুলিশ সুপার গোলাম আজাদ খান, সেনা ক্যাস্পের লে: কর্ণেল জুনায়েদ উদ্দিন শাহ চৌধুরী, মেজর মুকতাদির, লে: কর্নেল সানজিদ, উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার বসু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন ঘোষ, সাধারন সম্পাদক অ্যাড. ইতি রানী সাহা ও সুশীল সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ। পরে, সিংগাইর থানা পরিদর্শন ও পুলিশ প্রশাসনের সাথে মতবিনিময় করেন তিনি।