নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের পূর্ব নিমাইকাশারী এলাকায় অভিযান চালিয়ে র্যাব-১১ এর একটি আভিযানিক দল গত সোমবার (৮ নভেম্বর) মোঃ জাহিদুল ইসলাম সবুজ (৩০) নামক একজন ভুয়া পুলিশ কর্র্মকর্তাকে গ্রেফতার করে।
উক্ত ব্যক্তির বিরুদ্ধে নিজেকে আড়াই হাজার থানায় কর্মরত একজন এস আই হিসেবে পরিচয় প্রদান করে জনসাধারণের কাছে প্রভাব বিস্তার ও ভয়ভীতি প্রদর্শন করে ব্যক্তিগত স্বার্থসিদ্ধির অভিযোগ রয়েছে।
মুঠোফোনে বিভিন্ন ব্যক্তিকে এস আই পরিচয় প্রদান করে হুমকি প্রদান ও তার সঙ্গে অসহযোগিতা করলে গ্রেফতার করে কোর্টে চালান করে দেওয়া সংক্রান্ত অভিযোগ রয়েছে।