নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চায়ের পাতার সাথে অভিনব কায়দায় গাঁজা পাচারকালে ৪৯ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব-১০ এর আভিযানিক দল। এসময় একটি ট্রাক জব্দ করেছে।
র্যাব জানায়, গতকাল বুধবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে র্যাব-১০ এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মৌচাক ফুট ওভার ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ট্রাকে করে চায়ের পাতার সাথে অভিনব কায়দায় গাঁজা পাচারকালে ৪৯ কেজি গাঁজাসহ শুক্কুর (২৫) (বহনকারী) ও নুরনবী (৬৬) (ড্রাইভার) নামের ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
এসময় তাদের নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মিনি ট্রাক, ২টি মোবাইল ফোন ও কিছু নগত টাকা জব্দ করা হয়।