ওমর ফারুক রুবেল: সিদ্ধিরগঞ্জ ও দক্ষিণ কেরানীগঞ্জে ২১ জুয়াড়ি গ্রেফতার করেছে র্যাব-১০ এর পৃথক অভিযানিক দল। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদক, ছিনতাইকারীসহ কেসিনোর (জুয়াড়ি) বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে র্যাব-১০ এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি কান্দাপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে টেলিভিশনে সম্প্রচারিত আইপিএল খেলার উপর টাকা দিয়ে জুয়া খেলা অবস্থায় ১৩ জন জুয়ারীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হচ্ছে পলাশ (৩২), নয়ন ইসলাম (২৫), শাহ পরান ভূঁইয়া (২৪), রাহাত (২৩), ইকবাল (৪০), মাসুম (২৮), বাচ্চু মিয়া (৩৫), লিটন (৪৬), জহুরুল ইসলাম (২৪), শাহীন (৩৯), জাহাাঙ্গীর আলম (২৩), আলমগীর (৩২) ও মিজান @ জিকু (২০)।
এসময় তাদের নিকট থেকে ১ টি টেলিভিশন, ১ টি রিমোট, ১৪ টি মোবাইল ফোন ও নগদ- ৮৮,৪৩৫/- টাকা উদ্ধার করা হয়।
এছাড়া একইদিন রাত ১১ টার দিকে র্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন মীরেরবাগ বালুরচর এলাকায় অপর একটি অভিযান চালিয়ে জুয়ার আসর হতে জুয়া খেলা অবস্থায় ৮ জন জুয়ারীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হচ্ছে শাহজাহান সাজু (৩৬), হীরা (৩০), বিজয় সরকার @ স্বর্নকমল (৩৮), নুরুল ইসলাম (৪১), বাদল হাওলাদার (৩৯), ইদ্রিস আলী (৩৬), অশোক কুমার বর্মন (৩৭) ও শাহীন শেখ (৪০) ।
এসময় তাদের নিকট থেকে খোলা অবস্থায় ২০৮ পিস জুয়া খেলার কার্ড (তাস), ৭ টি মোবাইল ফোন ও নগদ- ৭৬২০/-(সাত হাজার ছয়শত বিশ) টাকা উদ্ধার করা হয়।
জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার জুয়াড়ি। তারা দীর্ঘদিন যাবৎ একে অন্যের সাথে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছে।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।