নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন:
জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও বাংলাদেশ স্কাউটস জুড়ী উপজেলার কোষাধ্যক্ষ কবির উদ্দিন আহমদ এর মৃতুতে
গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি।
পরিবেশমন্ত্রী আজ এক শোকবার্তায় জানান, স্কাউটসের একজন সদস্য হিসেবে কবির উদ্দিন আহমদ শিক্ষার্থীদের আদর্শ মানুষ হওয়ার জন্য কাজ করে গেছেন। তার মতো একজন সিনিয়র শিক্ষকের অকাল প্রয়াণ সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি।
পরিবেশমন্ত্রী, মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, কবির উদ্দিন আহমদ ২৮ আগস্ট, শনিবার জুড়ী-কুলাউড়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হবার পর চিকিৎসাধীন অবস্থায় সিলেট থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মাধবপুরে বুধবার রাত আটটায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।