300X70
বৃহস্পতিবার , ১০ ডিসেম্বর ২০২০ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

সিনিয়র সচিব হলেন মোঃ মাক্‌ছুদুর রহমান পাটওয়ারী

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ডিসেম্বর ১০, ২০২০ ৭:৩৬ অপরাহ্ণ

সত্য অনুসন্ধান করে সত্য প্রতিষ্ঠার মাধ্যমে ভূমিসেবা প্রদানে ভূমি মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক: ভূমি মন্ত্রণালয়ের সচিব মোঃ মাক্‌ছুদুর রহমান পাটওয়ারী পদোন্নতি পেয়ে সিনিয়র সচিব হয়েছেন। আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) তাঁকে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় আদেশ জারি করে।

এর আগে ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব পালনকালে গত ২৬ মে ২০১৯ তারিখে ভূমি সচিব হিসেবে নিয়োগ পান মোঃ মাক্‌ছুদুর রহমান পাটওয়ারী।

১৯৮৫ ব্যাচের প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা ৩০ অক্টোবর ২০১৮ তারিখে ভারপ্রাপ্ত সচিব হিসেবে ভূমি মন্ত্রণালয়ের যোগদান করেন।

এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক, টাঙ্গাইলের জেলা প্রশাসক সহ প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে কাজ করেছেন।

সত্য অনুসন্ধান করে সত্য প্রতিষ্ঠার মাধ্যমে ভূমিসেবা প্রদানে ভূমি মন্ত্রণালয়:

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মাক্‌ছুদুর রহমান পাটওয়ারী বলেছেন সত্যের অনুসন্ধান করে ও সত্য প্রতিষ্ঠার মাধ্যমে যথাযথ ভূমি সেবা প্রদান নিশ্চিত করতে ভূমি মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। দক্ষ, স্বচ্ছ, জবাবদিহি ও জনবান্ধব ভূমি সেবা নিশ্চিতে সত্যকে আমরা ধারণ করে এগিয়ে যাচ্ছি।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মাক্‌ছুদুর রহমান পাটওয়ারী সভাপতির বক্তব্যে এ কথা বলেন।

মাননীয় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নেতৃত্বে ভূমি মন্ত্রণালয় নাগরিক স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে মন্তব্য করে সিনিয়র সচিব এসময় আরও বলেন, ভূমি মন্ত্রণালয় এখন শুধু নিয়ন্ত্রক মন্ত্রণালয় নয়, এটি এখন সেবামুখী মন্ত্রণালয়; আওতাভুক্ত দপ্তর/সংস্থার মাধ্যমে সেবা প্রদানের পাশাপাশি প্রযোজ্য ক্ষেত্রে মন্ত্রণালয় পর্যায়েও আমরা সরাসরি সেবা প্রদান করছি। এছাড়া সকল পর্যায়ে দ্রুত ফাইল নিষ্পত্তির ব্যাপারটি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি যেন নাগরিক দ্রুত ভূমি সেবা পান।

সিনিয়র সচিব এ সময় আরও বলেন, ভূমি আমাদের অত্যন্ত মূল্যবান সম্পদ। এজন্য ভূমি ব্যবস্থাপনা বিষয়ে অবগত ও সচেতন থাকা নিজেদের ও আমাদের পরিবারের স্বার্থেই প্রয়োজন। জমি ক্রয়ের পর নামজারি আবশ্যক কেননা নামজারি জমির মালিকানা পরিবর্তনের একটি অন্যতম প্রমাণক।

ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহাম্মদ সালেহউদ্দীন, ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ হেলাল মাহমুদ শরীফ, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সদস্য ড. মোঃ মইনুল হক আনছারী, ঢাকার জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম সহ ভূমি মন্ত্রণালয় ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

রাজধানীতে ফেন্সিডিল, ইয়াবা ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার, প্রাইভেট কার জব্দ

১৮ বছর পর এক আসামির ফাঁসি বহালের রায়

পদ্মায় দুই ফেরির মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত

ডব্লিউএসআইএস চ্যাম্পিয়ন পুরস্কার পেল বিএনএনআরসি

শহীদ মিনারে বৃহস্পতিবার ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রতি সর্বস্তরের শ্রদ্ধা

বাংলাদেশসহ ৬ দেশে ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা

পানি সংকট : মদনপুর গার্মেন্টসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১৩ ইউনিট

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে “মহামারীকালে শিক্ষাব্যবস্থা উত্তরণ” শীর্ষক দুইদিন ব্যাপী সেমিনারের উদ্বোধন

দক্ষিণ সিটি মেয়রের মধ্যাহ্ন ভোজে বার্মিংহ্যামের মেয়র

স্কুলটির সব শিক্ষক এক পরিবারের হওয়ায় পাঠদান ব্যহত

ব্রেকিং নিউজ :