সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে শারদীয় দুর্গাপুজা উপলক্ষে হিন্দু ধর্মালম্বি ৩ শত জন দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগর এর আয়োজনে গতকাল শুক্রবার উপজেলার তালতলা বাজার মন্দির থেকে ২৬০ টি কাপড় ও ৪০ টি লুঙ্গি বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মহিউদ্দিন আহমেদ। সংগঠনের সভাপতি আলহাজ¦ আশরাফুজ্জামান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তি।
সংগঠনের সাধারণ সম্পাদক প্রভাষক বাহাউদ্দিন বাহারের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, সমাজ সেবক রতন পাল, মালখানগর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আনিছুর রহমান মৃধা, সাধারণ সম্পাদক মাসুদ খান, মনির হোসেন মৃধা।
এ ছাড়া সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকার শান্তি গোপাল পোদ্দার, অনিল রায়, নব কিশোর, কৃষ্ণ চন্দ্র গোস্বামী, কার্তিক চন্দ্র দাস, ফিরোজ আহমেদ প্রমুখ।