সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিজয় দিবস উপলক্ষে ৩শত শীতবস্ত্র (কম্বল) ও এক হাজার মাস্ক বিতরণ করা হয়েছে। ‘প্রতিশ্রুতি নয়, মানবতার পাশে’ এই শ্লোগানে উপজেলার মালখানগর ঐক্যতান সমাজ কল্যাণ সংগঠন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। গতকাল বুধবার বেলা ১১ টায় সংগঠনের কার্যালয়ে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহম্মেদ।
সংগঠনের সভাপতি মো. সাহাদাত হোসাইনের সভাপতিত্বে ও রিপন কুন্ডুর সঞ্চালনায় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মালখানগর হাই স্কুলের প্রধান শিক্ষক মঞ্জুরুল আলম, উপজেলা আওয়ামীলীগ নেতা শহিদ ঢালী, মালখানগর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আনিছুর রহমান মৃধা, কেন্দ্রীয় যুবলীগ সদস্য আনিসুর রহমান রিয়াদ, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তি, ইউনিয়ন যুবলীগ সভাপতি হাজী আনোয়ার হোসেন আনু, ইউপি সদস্য আওলাদ হোসেন, সমাজ সেবক গোলাম মোস্তফা।
এ সময় সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাসুদ রানা, অভি দত্ত, সুমন দাস, বাবুল আহমেদ, অভিজিৎ দাস পাভেল, বাচ্চু মিয়া, বিশ^নাথ দাস, পলাশ ভুইয়া, মো. রাসেল তালুকদার, হাসানুল ইসলাম, মঞ্জুরুল হাসান, ইমন সরদার, মো. সজল প্রমুখ।