সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সগিঞ্জের সিরাজদিখানে বেদে সম্প্রদায় ও হিজড়া (৩য় লিঙ্গ) সম্প্রদায়ের মাঝে করোনা দুর্যোগ মোকাবেলায়, ঢাকা রেঞ্জ ডিআইজি ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছেন।
জেলা পুলিশের উত্তরণ ফাউন্ডেশনের আয়োজনে সিরাজদিখান থানা পুলিশের সহযোগিতায় এ সামগ্রী বিতরণ করা হয়।
মঙ্গলবার দুপুরে উপজেলার সিরাজদিখান বাজার সংলগ্ন বেদে পল্লীতে প্রধান অতিথি হিসেবে ডিআইজি হাবিবুর রহমান এ সামগ্রী বিতরণ করেন। উপজেলার ৩৫ জন হিজড়া ও রশুনিয়া এলাকার বেদে সম্প্রদায়ের ৩৭ টি পরিবারকে এ সামগ্রী দেওয়া হয়। এ সময় ডিআইজি হাবিবুর রহমানের সহধর্মিণী সাথে ছিলেন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম (বার), জেলা অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল, অতিরিক্ত পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মো. রাজিবুল ইসলাম, জেলা ট্রাফিক সিনিয়র সহকারি পুলিশ সুপার নাজমুর রায়হান, জেলা ডিবি ওসি মোজাম্মেল হোসেন, সিরাজদিখান থানা অফিসার ইনচার্জ মো. বোরহান উদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামানসহ অন্যান্য পুলিশ সদস্যরা।
ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিলো ফ্যামিলী প্যাকেট নুডুল্স, পোলার চাল, লাচ্ছা সেমাই, লাল সেমাই, গুড়ো দুধ, চিনি, ময়দা, ভোজ্য তেল, মিক্সড্ মসল্লা ও ট্যাং।