বাইরের ডেস্ক: সিরিয়ায় অবস্থিত একমাত্র মার্কিন ফাঁড়িতে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। বুধবার দক্ষিণ সিরিয়ার তানফ ফাঁড়িতে এই ঘটনা ঘটে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, হামলায় কোনো মার্কিন সেনা হতাহতের ঘটনা ঘটেনি।
কারা এই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সেনা কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে সেটা বলতে চায়নি।
রয়টার্সের খবর অনুসারে, ইরাক-জর্ডান সীমান্ত ক্রসিংয়ের তানফ বর্ডারে মার্কিন এই দুর্গ অবিস্থত। ২০১৪ সালের দিকে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আইএস পূর্ব সিরিয়া দখলে নিয়ে যুক্তরাষ্ট্র ২০১৬ সালে এখানে ঘাঁটি গাড়ে। তবে আইএস বিতাড়িত হলেও ইরানের সেনাবাহিনী যাতে এই এলাকায় অবাধে চলাচল করতে না পারে, তার জন্য সেনা চৌকিটি রেখে দিয়েছে যুক্তরাষ্ট্র।
সিরিয়ায় কুর্দি নিয়ন্ত্রিত উত্তর এলাকার বাইরে এই তানফ ফাঁড়িতে উল্লেখযোগ্য সংখ্যক মার্কিন সেনার উপস্থিতি রয়েছে।
ইরাক এবং পূর্ব সিরিয়াতে মার্কিন সেনার ওপর ইরান প্রায়ই ড্রোন কিংবা রকেট হামলা করে থাকে।