নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : সিলেটে ভারি বর্ষণের ফলে সৃষ্ট স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ বিমান বাহিনী পর্যবেক্ষণ, ত্রাণ বিতরণ ও উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে।
‘In Aid to Civil Power’ এর আওতায় জাতীয় যেকোন দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের ধারাবাহিকতায় বাংলাদেশ বিমান বাহিনী সিলেটের বন্যা কবলিত এলাকায় ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করে।
রবিবার (১৯ জুন) বাংলাদেশ বিমান বাহিনীর একটি AW-139 Search & Rescue হেলিকপ্টারের মাধ্যমে সিলেট ও সুনামগঞ্জ এর জামালগঞ্জ, সুনামগঞ্জ সদর, তাহেরপুর এবং দেরাই এলাকার পানিবন্দী লোকজনের মধ্যে ত্রাণ বিতরণে সহায়তা করে।
এর আগে একটি Mi-171Sh হেলিকপ্টারের মাধ্যমে পর্যবেক্ষণ মিশন (Recce) পরিচালনা করা হয়েছে। এছাড়াও, যেকোন সময় ত্রাণ সামগ্রী বিতরণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য মৌলভীবাজারে অবস্থিত বিমান বাহিনী স্টেশন শমশেরনগরে বাংলাদেশ বিমান বাহিনীর ২ টি হেলিকপ্টার ও ১ টি পরিবহণ বিমান প্রস্তুত রাখা হয়েছে।