ডেস্ক রিপোর্ট : পীর সাহেব চরমোনাই’র পক্ষ থেকে সিলেট-সুনামগঞ্জের বানভাসি মানুষের জন্য ইসলামী শ্রমিক আন্দোলনের হাদিয়া ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই’র পক্ষ থেকে সিলেট-সুনামগঞ্জের বানভাসি মানুষের জন্য বিশেষ হাদিয়া নিয়ে ইসলামী শ্রমিক আন্দোলনের সেক্রেটারী জেনারেল হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান এর নেতৃত্বে আজ আরও একটি টিম রওয়ানা করেছে।
সিলেট ও সুনামগঞ্জে বন্যার শুরু থেকেই ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর পীর সাহেব চরমোনাই’র পক্ষ থেকে বানভাসি মানুষের জন্য বিশেষ হাদিয়া প্রদান অব্যাহত রয়েছে।
গত ২২ জুন বুধবার পীর সাহেব চরমোনাই বন্যাদুর্গত সিলেট ও সুনামগঞ্জ পরিদর্শন করে বানভাসি মানুষের মধ্যে বিশেষ হাদিয়া বিতরণ করেছেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র যুগ্ম মহাসচিব মাওঃ গাজী আতাউর রহমান বলেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর পক্ষ থেকে প্রতিদিন ৩ হাজার বানভাসি মানুষের নিকট হাদিয়া বিতরণ করা অব্যাহত রয়েছে।
এছাড়া কুড়িগ্রামসহ বন্যাদুর্গত অন্যান্য এলাকার বানভাসি মানুষের মধ্যে বিশেষ হাদিয়া বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।