300X70
রবিবার , ৬ আগস্ট ২০২৩ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

সুপার স্পেশালাইজড হাসপাতালের কাছে মানুষের প্রত্যাশা অনেক : বিএসএমএমইউ উপাচার্য

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
আগস্ট ৬, ২০২৩ ৮:৫৮ অপরাহ্ণ

সুপার স্পেশালাইজড হাসপাতালের অত্যাধুনিক ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট শুভ উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে পরিবেশবান্ধব মাইক্রোওয়েব বেইসড অত্যাধুনিক ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্টের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (৬ আগস্ট ২০২৩) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে এ আধুুনিক ওয়েস্ট ম্যানেজমন্টে প্লান্টের কার্যক্রমের শুভ উদ্বোধন করেন
উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, সুপার স্পেশালাইজড হাসপাতালের সব কিছুই সর্বাধুনিক। আজ উদ্বোধিত এই ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট পরিবেশনবান্ধব।

পাশাপাশি এ মেশিন দিয়ে অল্প সময়ে অনেক বেশী মেডিকেল বর্জ্য প্রোপার ম্যানেজমেন্ট করা যাবে। এ সুপার স্পেশালাইজড হাসপাতালে আগত সেবা প্রত্যাশী মানুষের প্রত্যাশা অনেক বেশী। সেবা প্রার্থীদের প্রত্যাশা পূরণে সকলকে আন্তরিক হতে হবে।


তিনি বলেন, সুপার স্পেশালাইজড হাসপাতালের সেবাদানের কাজে নিয়োজিতদের সব সময় রোগীদের সাথে ভাল ব্যবহার করতে হবে। চিকিৎসক, নার্স ও সংশ্লিস্টরা যেন রোগীর প্রতি যত্মবান হতে হবে। যার যার কাজ নিষ্ঠার সাথে করলেই সেবাপ্রার্থীদের কোন অভিযোগ অনুযোগ থাকবে না। আমি বিশ্বাস করি, সুপার স্পেশালাইজড হাসপাতালের সবাই ভালভাবে নিজ নিজ কাজ করে চলেছেন।


সুপার স্পেশালাইজড হাসপাতালে পরিবেশবান্ধব অত্যাধুনিক ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্টটি মাইক্রোওয়েব বেইসড মেডিক্যাল ওয়েস্ট ডিসপোসাল সিস্টেম। এটিতে ইলেক্ট্রিক ওয়েবের মাধ্যমে ওয়েস্ট ম্যানেজমেন্ট হয়ে থাকে। যার ফলে মেডিকেল বর্জ্যপ্রায় শতভাগ ম্যানেজমেন্ট হয়ে থাকে। এ প্রক্রিয়া একটি চেম্বারের ভিতরে করা হয় বলে ক্ষতিক্ষর কোন কিছু বাইরে ছড়িয়ে পড়তে পারে না। এ প্লান্টের প্রতি ব্যাচে ৯০ কেজির মত বর্জ্য ৩০ মিনিটেই ম্যানেজমেন্ট করা সম্ভব। এর আগে মেডিক্যাল বর্জ্যকে ইনসেনারেশন বা পুড়িয়ে ম্যানেজমেন্ট করা হতো । যার ফলে পরিবেশ ক্ষতিগ্রস্থ হতো।

এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোঃ রেজাউর রহমান, সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোঃ আব্দুল্লাহ আল হারুন, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. পবিত্র কুমার দেবনাথ, অতিরিক্ত পরিচালক (সুপার স্পেশালাইজড হাসপাতাল) সহযোগী অধ্যাপক ডা. মোঃ রসুল আমিন শিপন, উপ-পরিচালক (হাসপাতাল) ডা. বশির আহম্মেদ জয় প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :