নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনে ফের আওয়ামী লীগ ও বিএনপিপন্থি আইনজীবীদের মধ্যে ধস্তাধস্তি, ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বার ভবনের সভাপতি ও সম্পাদকের কক্ষ ও বার ভবনের জানালা ভাঙচুরের ঘটনা ঘটে।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে সুপ্রিম কোর্ট বার ভবনে এ ঘটনা ঘটছে। দু’পক্ষই বলছে, তাদের কয়েকজন আইনজীবী সহকর্মী আহত হয়েছেন। এখনো দু’পক্ষ বিক্ষোভ কর্মসূচি পালন করছে। এ ঘটনায় বারের দ্বিতীয় তলায় পুলিশ মোতায়েন করা হয়েছে।