নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : সেনাবাহিনী কাবাডি প্রতিযোগিতা-২০২২ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান রবিবার (২৩ অক্টোবর) সদর দপ্তর ১১ পদাতিক ডিভিশন এর তত্ত্বাবধানে বগুড়া সেনানিবাসে অনুষ্ঠিত হয়।
জেনারেল অফিসার কমান্ডিং ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ খালেদ-আল-মামুন, পিবিজিএম, এনডিসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এই প্রতিযোগিতায় চট্টগ্রাম এরিয়া (২৪ পদাতিক ডিভিশন) দল চ্যাম্পিয়ন এবং রামু এরিয়া (১০ পদাতিক ডিভিশন) দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। সমাপনী অনুষ্ঠানে সকল দলের খেলোয়াড় ছাড়াও বগুড়া এরিয়ায় কর্মরত ঊধর্¡তন কর্মকর্তাসহ সকল পর্যায়ের সেনাসদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৬ অক্টোবর ২০২২ তারিখ হতে শুরু হওয়া এই প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৪টি দল অংশগ্রহণ করে। এ প্রতিযোগিতার মাধ্যমে সেনাবাহিনীর সদস্যদের মধ্যে শারীরিক সক্ষমতা, খেলাধুলার মান উন্নয়ন এবং খেলোয়াড় সুলভ মনোভাবের বিকাশ ও পারস্পরিক সৌহার্দ্য আরো মজবুত হবে বলে আশা করা যায়।