নিজস্ব প্রতিবেদক: গত ৫ জুলাই ২০২১ তারিখ আইএসপিআর হতে প্রেরিত “সেনাবাহিনী প্রধানের সাথে ভারতের হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ” শীর্ষক একটি সংবাদ বিজ্ঞপ্তি বিভিন্ন প্রিন্ট ও অন্যান্য মিডিয়ায় প্রকাশিত হয়।
পরিচালকের পক্ষে গবেষণা কর্মকর্তা মুহাম্মদ শাহাদাৎ হোসেন স্বাক্ষরিত আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উক্ত সংবাদ বিজ্ঞপ্তিতে ভুলবশত উল্লেখ করা হয় যে, “ভারতীয় হাই কমিশনার সেনাসদরে এসে পোঁছালে তাঁকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল শফিউদ্দিন।” প্রকৃতপক্ষে সেনাবাহিনী প্রধান তাঁকে অভ্যর্থনা জানাননি। তাঁকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধানের সামরিক সহকারী।