বিনোদন ডেস্কঃ গেলো বছরের অক্টোবরে ঢাকা সফর সেরে গেছেন কবীর সুমন। আধুনিক গান আর খেয়ালে মুগ্ধতার রেশ ছড়িয়ে গেছেন। এবার তারই সমসাময়িক আরেক নন্দিত শিল্পী আসছেন ঢাকায়। তিনি অঞ্জন দত্ত। তারও অগণিত ভক্ত-অনুরাগী রয়েছেন এই তল্লাটে। তাদের গানে-সুরে মাতানোর জন্যই ঢাকামুখী হচ্ছেন তিনি। আগামী ৩০ সেপ্টেম্বর ঢাকায় গান করবেন এই কিংবদন্তি সংগীতশিল্পী।
আয়োজকদের ভাষ্য, ‘ ‘আগামী ৩০ সেপ্টেম্বর ঢাকায় গান করবেন অঞ্জন দত্ত। তাঁর সঙ্গে আরও গান করবেন বাংলাদেশের সংগীতশিল্পী আহমেদ হাসান সানি। আগামী মাসের প্রথম সপ্তাহ থেকেই টিকিট পাওয়া যাবে।’
এই কনসার্টে অঞ্জন দত্তের সঙ্গে গান করবেন ঢাকার আহমেদ হাসান সানি। সাম্প্রতিক সময়ে ‘শহরের দুইটা গান’, ‘আমরা হয়তো’ ইত্যাদি গানে দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি। তারও আগে ‘মুক্তাঞ্চল’ অ্যালবাম দিয়ে কিংবা ‘স্বপ্নজাল’ সিনেমায় গান গেয়েও প্রশংসিত হয়েছেন।
আগেও একাধিকবার বাংলাদেশে গান করতে এসেছেন অঞ্জন দত্ত। সর্বশেষ গেলো মার্চে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চে গান শুনিয়ে গেছেন ‘রঞ্জনা’ খ্যাত এই শিল্পী।