300X70
শুক্রবার , ২৮ এপ্রিল ২০২৩ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

সোনারগাঁয়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
এপ্রিল ২৮, ২০২৩ ১০:৫২ অপরাহ্ণ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১ এবং নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে র‌্যাব-১১’ এর উপ-অধিনায়ক মেজর সানরিয়া চৌধুরী নেতৃত্বে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সলিমুজ্জামান জানান, উপজেলার জামপুর ইউনিয়নের কদমতলী দন্দিবাজার এলাকায় অবস্থিত আরবী ফুড প্রডাক্টকে ল্যাবের টেকনিশিয়ান না থাকা ও অনুমোদনহীন লগো ব্যবহার করার অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৩ ধারায় এক লাখ টাকা এবং ফিদো প্লাস্টিক কারখানাকে অবৈধ প্রক্রিয়ায় প্লাস্টিক পণ্য তৈরির অপরাধে ৪৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

এছাড়া আরবী ফুড প্রডাক্ট এর অ্যারেঞ্জ স্টং ট্যাংক ২ হাজার কেজি, অ্যারেঞ্জ ও ম্যাংগো ফ্লেভার ১ হাজার কেজি এবং ফুড কালার ৫০০ কেজি এবং ফিদো প্লাস্টিক কারখানার প্লাস্টিকের ব্যারেল ও খালি বোতল এক লাখ ৫২ হাজার পিস, মোড়ক ও লেভেল ২ হাজার মিটার ধ্বংস করা হয়।

সর্বশেষ - ক্যাম্পাস